১ নভেম্বর ২০২২ - ১৮:৩০
ইরানের শিরাজে হজরত আহমদ বিন মুসা (রাঃ)এর মাজারে সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন জিয়ারাতকারীর শহীদ হওয়ার জন্য সমবেদনা জানালেন নেপালের শিয়া নেতা মাওলানা ডাঃ জয়নুল আবেদিন।

ইরানী জাতির উপরে নিপীড়ন ও কর্তৃত্বের ডাক এবার প্রতিধ্বনিত হলো হজরত আহমদ বিন মুসা (আ:)এর পবিত্র মাজারে এবং ইরানের ইসলামী বিপ্লবের শত্রুদের অপরাধের তালিকায় যুক্ত হলো আরেকটি অপরাধ।

নেপালের ইসলামিক সেন্টারের মাওলানা বলেন, এই সন্ত্রাসী হামলায় হজরত আহমদ বিন মুসা (আ.)-এর পবিত্র মাজারের একদল জিয়ারাতকারীদের শহীদ ও আহত হওয়ার জন্য তাঁদের প্রিয়জন ও পরিবার এবং ইরানের সমস্ত জনগণের প্রতি সমবেদনা জানাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না এলাইহি রাজেউন (আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছে ফিরে যাইব)।

নেপালের ইসলামিক সেন্টার অফ দাওয়ার্ল্ড ফেডারেশনেঅনুষ্ঠিত জুম্মার নামাযের খুতবায় মাওলানা জয়নুল আবেদিন বলেন, এই বেদনাদায়ক ঘটনার জন্য জিয়ারাতকারী শহীদগণদের পরিবার এবং অন্যান্য আত্মীয়দের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি এবং সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তার আত্মীয়দের জন্য ধৈর্যর কামনা করি।

গত বুধবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ইরানের শিরাজ শহরের শাহচারাগএর পবিত্র মাজারের বাইরে থেকে তিনজন অস্ত্রধারী এলপাতাড়ি গুলি চালাতে চালাতে রওজার ভীতরে প্রবেশ করে। দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শাহচারাগ এর জিয়ারাতকারী শহীদদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।
আইএসআইএস বা দাইশ ইরানের শাহচারাগ জিয়ারাতকারীদের উপর সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে।
लाइक कीजिए

342/